বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
পুষ্প পল্লবে স্মরণ করা হল জাতির শ্রেষ্ঠ সন্তানদের
Home Page » আজকের সকল পত্রিকা » পুষ্প পল্লবে স্মরণ করা হল জাতির শ্রেষ্ঠ সন্তানদের
বঙ্গ-নিউজঃ জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে সবার জন্য মূল বেদি উন্মুক্ত করা হয়।
এরপর একে একে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, শ্রমিক সংগঠন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে।
আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলের সিনিয়র নেতারা শ্রদ্ধা জানানোর পর অন্যান্য দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এছাড়া জাতীয় পার্টিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।
সকাল থেকেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছে সর্বস্তরের মানুষ। শহীদ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে দেখা যায় শ্রদ্ধা জানাতের আসা সাধারণ মানুষদের। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে থাকে।
সকাল ৮টার দিকে মূল বেদি থেকে মানুষের লাইন মিরপুর মাজার রোডের প্রধান সড়ক ও আশপাশের সড়কে গিয়ে ঠেকে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩:২০:৪৯ ৬৭১ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com