
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
সানি লিওন রুপালি পর্দায় মীনাকুমারী
Home Page » প্রথমপাতা » সানি লিওন রুপালি পর্দায় মীনাকুমারীবঙ্গ-নিউজঃ বলিউডের বায়োপিকের সারিতে নতুন নাম মীনাকুমারী। মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান রাজি না হওয়ায় মীনাকুমারীর চরিত্রে সানি লিওনকে দেখা যেতে পারে এমন খবর শোনা যাচ্ছে।
বলিউডে বায়োপিক ছবি নির্মাণের দিকে নির্মাতারা বেশি ঝুঁকছেন। বক্স অফিসে এ ধরনের সিনেমা হিট হওয়ায় বায়োপিকের চাহিদা দিন দিন বাড়ছেই।
ঐতিহাসিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে মাফিয়া, ক্রীড়া ব্যক্তিত্ব, চলচ্চিত্র অভিনেতা সবই স্থান পাচ্ছে বায়োপিকে।
সম্প্রতি সঞ্জয় লীলা বানশালি নির্মিত চিতোরের রানি পদ্মাবতীর জীবনীভিক্তিক ছবি ‘পদ্মাবতী’ বায়োপিক নির্মিতব্য অবস্থাতেই সাড়া ফেলে দিয়েছে।
বায়োপিক ফ্যাশনে ২০১৮ সালে বলিউডে বেশ কিছু বায়োপিক ছবি মুক্তি পেতে যাচ্ছে।
এতে যোগ হতে যাচ্ছে বায়োপিক প্যাডম্যান, ড্যাডি, ইন্দু সরকার, হাসিনা পার্কার ও বায়োপিক সুপার থার্টি।
এ ছাড়া বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তকে নিয়েও বায়োপিক তৈরি হচ্ছে।
বলিউডের ‘ট্র্যাজেডি কুইন’ মীনাকুমারীকে নিয়ে বায়োপিকের পরিচালক করণ রাজদান। তিনি বলেন, একমাত্র সানিই অতিসাহসের সঙ্গে আমাকে কবে থেকে ছবির শুটিং শুরু হচ্ছে জিজ্ঞেস করেছেন। আমি ছবি নিয়ে মাধুরী ও বিদ্যার সঙ্গে আলোচনা করেছি। কিন্তু সেটি কাজে আসেনি।
উল্লেখ্য, মাত্রাতিক্ত মদ্যপানে স্বাস্থ্যের গুরুতর অবনতির জেরে মাত্র ৩৮ বছর বয়সে না ফেরার দেশে চলে যান ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মীনাকুমারী।
বাংলাদেশ সময়: ১৪:০২:২৫ ৫১৯ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com