
সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ১৮ দেশের ১৯ কূটনীতিক
Home Page » আজকের সকল পত্রিকা » রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ১৮ দেশের ১৯ কূটনীতিক
বঙ্গ-নিউজঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ১৮ দেশের ১৯ জন কূটনীতিক।
রোববার দুপুরে তারা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দিল্লিস্থ’ বাংলাদেশ হাইকমিশনের বিশেষ আমন্ত্রণে এসব কূটনীতিক বাংলাদেশ সফরে এসেছেন। দেশগুলো হচ্ছে বসনিয়া-হারজেগোভিনিয়া, বুলগেরিয়া, সাইপ্রাস, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রিস, মরিশাস, পর্তুগাল, স্লোভেনিয়া, ইউক্রেন, জাম্বিয়া, নাইজেরিয়া, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, ঘানা, নিউজিল্যান্ড, কেনিয়া ও ফিজি। এই কূটনীতিকরা এসব দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও চার্জ দ্য অ্যাফেয়ার্স পদমর্যাদার। ঢাকায় দেশগুলোর দূতাবাস নেই। কূটনীতিকদের সঙ্গে এসেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, উপ-হাইকমিশনার রাকিবুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সফররত রাষ্ট্রদূতরা রোববার সকালে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক রোহিঙ্গাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, খাদ্য-বস্ত্র-বাসস্থান, যোগাযোগ, স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতদের জানান
বাংলাদেশ সময়: ২:৩৫:৫৫ ৬৪৭ বার পঠিত #24livenews #bangla news paper #bangladeshi news paper #bongonews #breaking news #online newspaper