শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
জেরুজালেম বিতর্কে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ
Home Page » আজকের সকল পত্রিকা » জেরুজালেম বিতর্কে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ
বঙ্গ-নিউজঃ জাতিসংঘ সাধারণ পরিষদ জেরুজালেম নিয়ে বিতর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসির।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাধারণ পরিষদে জেরুজালেম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ভোটাভুটির আয়োজন করে জাতিসংঘ। জাতিসংঘের সদস্য ১৭২ টি দেশকে আহ্বান করা হয় ভোট দেওয়ার জন্য। যার মধ্যে ৩৫ টি দেশের প্রতিনিধি অনুপস্থিত ছিলেন। উপস্থিত ১৩৭ টি দেশের প্রতিনিধির মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন আমেরিকার বিপক্ষে। যার ফলে ১২৮-৯ ভোটে আমেরিকাকে পরাস্ত করেছে ফিলিস্তিন।।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ঘটনার পর সমালোচনার ঝড় ওঠে সমগ্র বিশ্ব জুড়ে। আমেরিকার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে ওঠে বিভিন্ন দেশ। অনেক দেশে আবার এই সিদ্ধান্তের প্রতিবাদে মার্কিন পণ্য বয়কটের ডাক দেওয়া হয়।
এরপর বিতর্কিত এই বিষয়টিকে হস্তক্ষেপ করে জাতিসংঘ। চরম সিদ্ধান্তের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। যেখানে পরাস্ত হয়েছে আমেরিকার সিদ্ধান্ত। জয় হয়েছে ফিলিস্তিনের।
বাংলাদেশ সময়: ৭:৫৯:০১ ৫১৯ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News