
সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
তৃতীয় দিনের মতো শিক্ষকদের অনশন কর্মসূচি চলছে
Home Page » আজকের সকল পত্রিকা » তৃতীয় দিনের মতো শিক্ষকদের অনশন কর্মসূচি চলছেবেতনবৈষম্য কমানোর দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের আমরণ অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ এক শিক্ষককে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবিটি গতকাল দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের l প্রথম আলো
বঙ্গ-নিউজঃ জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতনের দাবিতে আজ তৃতীয় দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গত শনিবার সকাল থেকে কয়েক হাজার শিক্ষক এ অনশন কর্মসূচি পালন করে আসছেন।
মহাজোটের অধীনে থাকা ১০টি সংগঠনের হাজার হাজার শিক্ষকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এ অনশনে যোগ দিয়েছেন। শহীদ মিনার প্রাঙ্গণে পাটি, পত্রিকা, পলিথিন বিছিয়ে পৌষের শীতের দুই রাত পার করেছেন ‘মানুষ গড়ার কারিগর’ শিক্ষকরা।
অনশনে জোটের নেতারা বলছেন, প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে তাদের বেতন দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। এখান থেকে বিজয় না নিয়ে তারা ফিরে যাবেন না।
বাংলাদেশ সময়: ১০:৪৪:২০ ৫৬৪ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com