
শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
হাতীবান্ধা সীমান্তে বিএসএফেরগুলিতে বাংলাদেশী নিহত
Home Page » বিবিধ » হাতীবান্ধা সীমান্তে বিএসএফেরগুলিতে বাংলাদেশী নিহতবঙ্গ-নিউজ মোঃ শরিফুল ইসলাম হাতীবান্ধা থানা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে শফিকুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশী যুবকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গুলিবৃদ্ধ যুবকের লাশ নিয়ে গেছে বিএসএফ।
শনিবার ভোরে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে ৯০৪ মেইন পিলারের কাজে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম (৩০) উপজেলার আমঝোল গ্রামের একাব্বর আলীর ছেলে।
লালমনিরহাট বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, ভারতীয় কুচবিহার জেলার পাগলীবাড়ি ১০০ নং বিএসএফ ক্যাম্পের সদস্যরা শনিবার ভোররাতে হাতীবান্ধা দইখাওয়া সীমান্তে ৯০৪ মেইন পিলার ও ২নং সাব পিলারের নিকট বাংলাদেশী ৫ থেকে ৭ জন গরু আনতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে ঘটনাস্থলেই নিহত হয় শফিকুল ইসলাম। পরে তার লাশ টেনে হেচড়ে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।
হাতীবান্ধার দৈখাওয়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের সত্যাতা নিশ্চিত করে বলেন এনিয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল গোলাম মোরর্শেদ বলেন, নিহত ওই বাংলাদেশী যুবকের লাশ ফিরক চেয়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৫৩:১০ ৬১৯ বার পঠিত