
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সাকিবের বোনের বিয়ের
Home Page » আজকের সকল পত্রিকা » আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সাকিবের বোনের বিয়েরবঙ্গ-নিউজঃ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস রিতুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পাত্র আলিফ মোল্লা মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্যার ভাই আলী মোল্লার ছেলে।
গত শনিবার কনের গায়ে হলুদের আয়োজন করা হয় মিরপুরের পপেয়েস প্লাস রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে। বুধবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির চার নম্বর হলে বিয়ে সম্পন্ন হয়।
সন্ধ্যা থেকে শুরু হয় বিয়ের আয়োজন। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সভায় যোগ দিতে মেলবোর্ন গিয়েছিলেন সাকিব। তাই অনুষ্ঠানের শুরুতে তিনি থাকতে পারেননি। মেলবোর্ন থেকে ফিরে সরাসরি যোগ দেন বিয়ের অনুষ্ঠানে। বরকে কনের পরিবারের পক্ষ থেকে গাড়ি উপহার দেয়া হয়।
বিয়েতে হাজারের বেশি অতিথি ছিলেন। অতিথির তালিকায় ছিলেন তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুনসহ জাতীয় দলের ক্রিকেটাররাও।জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত, নায়িকা নুসরাত ইমরোজ তিশাসহ অনেক সেলিব্রেটিও বিয়েতে যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৬:১৯:১০ ১৭৫২ বার পঠিত # #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #ju senate election #World News