শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮
লালমনিরহাটে সাংবাদিক ও সুশীল সমাজের মানববন্ধন
Home Page » আজকের সকল পত্রিকা » লালমনিরহাটে সাংবাদিক ও সুশীল সমাজের মানববন্ধন
বঙ্গ-নিউজঃ মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি ঃদৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে লালমনিরহাটে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার সকালে জেলার মিশন মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট প্রেসক্লাব সভাপতি মোফাখখারুল ইসলাম মজনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, জেলা জাসদ’র সভাপতি খোরশেদ আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা শাপলা, লালমনিরহাট প্রেসক্লাবের সম্পাদক আহমেদুর রহমান মুকুল, সাংবাদিক আনিসুর রহমান লাডলা, সাংবাদিক জিন্নাতুল ইসলাম জিন্না, সাংবাদিক মাজেদ মাসুদ ও বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিক।
বক্তারা অবিলম্বে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে দেশের সকল গনমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ২৩:৩২:৪১ ৬৪৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News