বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮
যুক্তরাষ্ট্রে একটি স্কুলে সহপাঠির গুলিতে নিহত ২, আহত ১৭
Home Page » আজকের সকল পত্রিকা » যুক্তরাষ্ট্রে একটি স্কুলে সহপাঠির গুলিতে নিহত ২, আহত ১৭
বঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক কিশোরের পিস্তলের গুলিতে দু’জন সহপাঠির মৃত্যু হয়েছে। সেই কিশোরকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে রাজ্যের মার্শাল কাউন্টি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ১৭ জন। খবরর বিবিসির।
জানা যায়, পিস্তল হাতে সেই কিশোর সবার সামনে গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে ১৫ বছর বয়সী এক কিশোরী ঘটনাস্থলেই মারা যায়। ১৫ বছর বয়সী অপর কিশোর চিকিৎসাধীন অবস্থায় হাস্পাতালে তার মৃত্যু হয়।
কেনটাকি গভর্নর ম্যাট বেভিন জানান, এটি একটি ভয়ানক ট্র্যাজেডি। আমাদের সম্প্রদায়ে এ জন্য শোক বিরাজ করছে। এ ঘটনার কারণ এখনো অনেকটাই অজানা রয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৩৫:৩৬ ৫৭০ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News