মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
টসে জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত
Home Page » আজকের সকল পত্রিকা » টসে জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত
বঙ্গ-নিউজঃ যুব বিশ্বকাপ ক্রিকেটের সেমি-ফাইনালে টসে জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ভারত। আজ মঙ্গলবার রাত ৩টা ৩০ মিনিটে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে মুখোমুখি হয়েছে এশিয়ার এই দুই ক্রিকেট পরাশক্তি।
তিনবারের চ্যাম্পিয়ন ভারত এই আসরে গ্রুপ পর্বের সব ম্যাচে জয় পেয়েছে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শেষ চারে জায়গা খুঁজে নেয় ভারতীয় যুবারা।
অপরদিকে, টুর্নামেন্টের শুরুতেই আফগানিস্তানের কাছে হারে দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। তবে পরবর্তী তিন ম্যাচেই জয় লাভ করেছে এশিয়ার এই পাওয়ার হাউজ। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায় মাত্র ৩ উইকেটের ব্যবধানে।
বাংলাদেশ সময়: ৬:০৫:৫৩ ৬৬৭ বার পঠিত #bangla newspaper #bd news #daily newspaper #world newspaper