মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
জাবিতে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে মানব বন্ধন
Home Page » আজকের সকল পত্রিকা » জাবিতে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে মানব বন্ধন![]()
বঙ্গ-নিউজঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে শিক্ষকের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম সিন্ডিকেট সভা ডাকা ছাড়াই বিশেষ ক্ষমতাবলে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেন।
![]()
জানা গেছে, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় ব্যক্তিগত গাড়ি পার্কিং নিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নাহরীন ইসলাম খানের সঙ্গে বাকবিতণ্ডা হয় আইন ও বিচার বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী আরমানুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী নুরুদ্দিন সানাউলের।
![]()
এ ঘটনায় লাঞ্ছিত হয়েছেন দাবি করে বিশ্ববিদ্যালয়ে অভিযোগ দেন সহকারী অধ্যাপক নাহরীন ইসলাম। পাল্টা অশিক্ষকসূলভ অসদাচরণ, শারীরিক লাঞ্ছনার চেষ্টা ও হুমকি প্রদানের অভিযোগ করেন শিক্ষার্থী আরমান।
কিন্তু, ওই শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিসি রীতি ভেঙে একক সিদ্ধান্তে আরমানকে গতকাল সোমবার সাময়িক বহিষ্কার করেন এবং সানাউলের সার্টিফিকেট আটকে দেয়ার সুপারিশ করে ডিসিপ্লিনারি বোর্ড। এই আদেশের ফলে আরমান ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না বলে জানা গেছে।
ভিসির এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলেও দাবি করেছেন। এর প্রতিবাদে ৩০ জানুয়ারি জাবির অমর একুশের পাদদেশে মানব বন্ধন ও মৌনমিছিল করে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা।
![]()
বাংলাদেশ সময়: ১৬:০৪:০৪ ৬৮৯ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News