
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
লালমনিরহাটে সাপের কামড়ে প্রাণ গেল কলেজ ছাত্রের!
Home Page » সারাদেশ » লালমনিরহাটে সাপের কামড়ে প্রাণ গেল কলেজ ছাত্রের!মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাপের কামড়ে রবিউল ইসলাম (২১) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) রাতে বাড়ির পাশে ক্ষেতে সেচ দিতে যান এসময় তাকে সাপে কামড় দেয়।
রবিউল ইসলাম উপজেলার বাউরা ইউনিয়নের পেদাইটারি এলাকার হাফেজ আলীর ছেলে। সে লালমনিরহাট সরকারি কলেজের অনার্স (অর্থনীতি বিভাগ) দ্বিতীয় বর্ষের ছাত্র। বাউরা ইউনিয়ন পরিষদেরর (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল জানান, তার ছোট ভাই রাশেদকে নিয়ে প্রতিবেশী জালাল উদ্দিনের ক্ষেতে সেচ দিতে যান রবিউল। বিকেলে হঠাৎ একটি সাপ তাকে কামড় দেয়।
পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২০:৫৮:০২ ১২৭৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News