
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
সুইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
Home Page » আজকের সকল পত্রিকা » সুইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
বঙ্গ-নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এলেন বারসের মধ্যে একান্ত বৈঠকের পর আজ সোমবার বিকেলে দু’দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক চলছে এবং এতে দু’দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রী এর আগে আজ সোমবার দুপুর ২টা ৫৫ মিনিটে তাঁর কার্যালয়ের টাইগার গেটে ফুলের তোড়া দিয়ে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান।
বারসে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করতে ৪ দিনের সরকারি সফরে রবিবার ঢাকা পৌঁছেছেন। সুইজারল্যান্ড ১৯৭২ সালের ১৩ মার্চ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন এই সফরের লক্ষ্য বলে সুইস দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়।
রবিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের মধ্যদিয়ে সুইস প্রেসিডেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে সুইস প্রেসিডেন্ট আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বাংলাদেশ সময়: ১৮:৫২:১৪ ৪৮৮ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News