বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
টাঙ্গাইলে পুলিশ অভিযানে ৪৫ জন আটক
Home Page » আজকের সকল পত্রিকা » টাঙ্গাইলে পুলিশ অভিযানে ৪৫ জন আটক
বঙ্গ-নিউজঃ বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে টাঙ্গাইলে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। একই সাথে মহাসড়কে চলাচলরত যানবাহনগুলোতেও তল্লাশি চালাচ্ছে।
পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নও (র্যাব) সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদ তালুকদার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন, শহর বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সখীপুর পৌর ছাত্রদলের সভাপতি মোর্শেদ আলম সুমনসহ ৪৫জনকে আটক করেছে।
এর মধ্যে টাঙ্গাইল সদর থেকে পাঁচ জন, দেলদুয়ার দুই জন, নাগরপুর ছয় জন, বাসাইল দুই জন, মির্জাপুর থেকে ১৪জন, কালিহাতী থেকে দুই জন, ঘাটাইল থেকে তিন জন, মধুপুর থেকে চার জন, গোপালপুর থেকে এক জন, ভূঞাপুর থেকে দুই জন, ধনবাড়ী থেকে তিন জন এবং সখীপুর থেকে একজনকে আটক করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম (বার) জানান, টাঙ্গাইলে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদেরকে আটক করা। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতা বা আইনশৃংখলা অবনতির বিষয়ে তাদের কাছ থেকে কোন তথ্য পেয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ২০:৩৯:৪৯ ৫৪৮ বার পঠিত #bangla newspaper #bd news #daily newspaper #world newspaper