শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮
তুমি আমার ” কর্মব্যস্ততা” -মোসাম্মৎ আয়েশা আক্তার
Home Page » সাহিত্য » তুমি আমার ” কর্মব্যস্ততা” -মোসাম্মৎ আয়েশা আক্তার![]()
মাঝে মাঝে মনে হয়,
হারিয়ে যাই কোথাও,
মেঘের মধ্যে হয়ে মেঘ ;
অথবা কুয়াশার মধ্যে হয়ে কুয়াশা।
তারপর যদি কোনো পথের সন্ধান পেয়ে যাই -
বুঝিয়ে আমি বলব তাকে;
আমার সারা দিনমান তুমি,
তোমাকে ঘিরেই আমার ভালোলাগা, ভালোবাসা।
তুমি আছ বলেই হয়তো
আমি তোমার মধ্যে
আমাকে খুঁজে পাই।
আমি প্রতি মুহুর্তে আমাকে সাজাই নতুনভাবে,
আমার শির রেখেছ কি তুমিই ঊর্ধ্বপানে?
অনেক অন্যায় - অসঙ্গতি থেকে
আমায় রেখেছ কি মুক্ত?
এত কিছু বোঝার সময় কোথায় আমার?
তুমি যে আছ ছায়ার মতো সঙ্গী হয়ে।
তুমি আমার ” কর্মব্যস্ততা”!
আমার পাশে থেকো,
আমাকে তোমার পাশে রেখো!
তুমি যে আমার ” কর্মব্যস্ততা”।।
![]()
বাংলাদেশ সময়: ১১:৩৬:০৮ ৮৬৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #কবিতা