
শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
আবুধাবিতে যাত্রাবিরতি শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রমন্ত্রী শেখ হাসিনা
Home Page » জাতীয় » আবুধাবিতে যাত্রাবিরতি শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রমন্ত্রী শেখ হাসিনা
বঙ্গ-নিউজ: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতির পর আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
জানা যায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।
এর আগে শেখ হাসিনা ইতালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার সকালে রোম থেকে আবুধাবী এসে পৌঁছেন।
ইতালিতে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা (ইফাদ)-এর প্রেসিডেন্ট গিলভার্ড হুয়াংবো’র আমন্ত্রণে ইফাদের পরিচালনা পর্ষদের বার্ষিক বৈঠকে যোগদান করেন।
পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সি (ভ্যাটিকান সিটি) সফর করেন এবং পোপ ও সেক্রেটারি স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশ সময়: ১০:২৬:৫৯ ৬৫০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম