রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত
Home Page » জাতীয় » রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত
বঙ্গ-নিউজ: রাজধানীর বাড্ডায় সাতারকুল এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল ইসলাম নুরী নামে (৩৮) একজন নিহত হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
এর আগে ১৭ ফেব্রুয়ারি হাতিরঝিল থেকে নুরুল ইসলামকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। নুরী বনানীর এমএস মুন্সি ওভারসিজ (জনশক্তি রপ্তানি) প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেন মুন্সী (৫০) হত্যা মামলারও আসামি।
বাড্ডা থানার পুলিশের এক কর্মকর্তা জানান, রাতে নুরীকে সঙ্গে নিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল পালিয়ে যাওয়া তার সহযোগীরা ধরতে অভিযানে গেলে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হন।
পরে নুরীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২:১৮:৪০ ৫৪৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম