
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮
ইরানকে নেতানিয়াহুর হুশিয়ারি: ইসরাইলকে পরীক্ষা করার চেষ্টা করবেন না
Home Page » জাতীয় » ইরানকে নেতানিয়াহুর হুশিয়ারি: ইসরাইলকে পরীক্ষা করার চেষ্টা করবেন না বঙ্গ-নিউজ: সিরিয়ায় ছায়াযুদ্ধের ব্যাপারে ইরানকে সতর্ক করে দিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল রবিবার ইরানকে উদ্দেশ্য করে বলেন, ইসরাইলকে পরীক্ষা করার চেষ্টা করবেন না। তাহলে ফল ভাল হবে না।
তিনি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে ইরানের একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ নিয়ে হাজির হন।
তিনি সেটি দেখিয়ে বলেন, এই ড্রোন ইসরাইলে পাঠানো হয়েছিল গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য। কিন্তু ইসরাইলি বাহিনী সেটি ধ্বংস করে দিয়েছে।
তিনি সম্মেলনে উপস্থিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকেও ধ্বংসাবশেষ দেখান। তিনি সিরিয়ায় নাক না গলাতে ইরানের প্রতি আহবান জানান। তিনি বলেন, আমাদের বিষয়ে দেশটিকে নাক গলাতে দেওয়া হবে না। সিএনএন
বাংলাদেশ সময়: ১১:১৩:৩০ ৫৩৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম