শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮
ইউনিসেফের উপনির্বাহী পরিচালক জাস্টিন ফরসিথ পদত্যাগ
Home Page » আজকের সকল পত্রিকা » ইউনিসেফের উপনির্বাহী পরিচালক জাস্টিন ফরসিথ পদত্যাগ![]()
বঙ্গ-নিউজঃ ইউনিসেফের উপনির্বাহী পরিচালক জাস্টিন ফরসিথ পদত্যাগ করেছেন। নারী সহকর্মীদের প্রতি অগ্রহণযোগ্য আচরণের অভিযোগ ওঠার পর তিনি তার পদ থেকে সরে দাড়ালেন। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
জাস্টিন তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, তার অতীত কর্মকাণ্ডের কারণে ইউনিসেফের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্যই তিনি সংস্থাটি থেকে সরে দাঁড়াচ্ছেন।
উল্লেখ্য, তিনি আগে সেভ দ্য চিলড্রেনের চিফ এক্সিকিউটিভ ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ সংস্থাটিতে দায়িত্ব পালনকালে তিনি নারী সহকর্মীদের অশালীন ক্ষুদে বার্তা পাঠাতেন এবং তাদের পোশাক নিয়ে মন্তব্য করতেন।
বাংলাদেশ সময়: ১৩:৩৭:৫০ ৫৬৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News