বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
তুম্রু সীমান্তের ওপারে সেনা মোতায়েন, রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদপত্র হস্তান্তর
Home Page » জাতীয় » তুম্রু সীমান্তের ওপারে সেনা মোতায়েন, রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদপত্র হস্তান্তর
বঙ্গ-নিউজ: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে অতিরিক্ত সেনা সমাবেশ করায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রদূতকে তলব করা হয়। এছাড়া আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মার্চ) সকাল থেকেই ওই সীমান্তে ভারি অস্ত্রসহ সেনা মোতায়েন করে মিয়ানমার সেনাবাহিনী। বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে সাড়া দেয়নি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে স্থানীয় সুত্রে জানা গেছে নোম্যান্সল্যান্ডে আশ্রয় নেয়া সাড়ে ছয় হাজার রোহিঙ্গা আতঙ্কিত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্ঠা চালাচ্ছে।
সীমান্তে অতিরিক্ত বিজিবিসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরওয়ার কামাল।
বাংলাদেশ সময়: ২২:৪৯:৪২ ৫৮৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম