
শনিবার, ১০ মার্চ ২০১৮
জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
Home Page » ক্রিকেট » জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশবঙ্গ-নিউজঃ বাংলাদেশ স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯.২ ওভারেই এক’শ রান সংগ্রহ করে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগাররা ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করেছে। বাংলাদেশের হয়ে তামিমের সঙ্গে ওপেনিংয়ে আসেন লিটন দাস। তামিম ২৯ বলে ৪৭ করে ব্যাটে থিসারার বলে আউন হন।
লিটক দাসও দারুণ শুরু করেন। তিনি ১৯ বলে ৪৩ রানে ফিরে যান। দুই ওপেনারের ব্যাটে ভর করে দ্রুত এগুচ্ছিল টাইগারদের ইনিংস। তার আউটের সময় বাংলাদেশের সংগ্রহ ৫.৫ ওভারে ৭৪। দলের ১৫১ রানের মাথায় আউন হন সৌম্য সরকার। তিনি ২২ বলে ২৪ রান করেন।
শ্রীলংকার বিপক্ষে জিততে হলে বাংলাদেশকে দলীয় সবোর্চ্চ রান করতে হবে। সেই লক্ষ্যেই শুরু করেছিল টাইগাররা। তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবে সৌম্য সরকারকে না নামিয়ে লিটন দাসকে বেছে নেয় দল।
বামহাতি-ডানহাতি কম্বিনেশনে লিটন তামিমের সঙ্গে ঝড়ো শুরু করেছিল। কোন উইকেট না হারিয়ে ৪ ওভারেই তুলে ফেলেছিল ৪৯ রান। ক্রিজে থাকা মুশফিকুর রহিম ২৩ বলে ৪৬ ও মাহমুদুল্লাহ ১০ বলে ২০ করেছেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৭ ৭০৭ বার পঠিত #bangla news #bd news #breaking news #headlines #online news paper #খেলা #ড. জাফর ইকবাল