শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিত্সা সেবা দেওয়া হবে আগামিকাল
Home Page » আজকের সকল পত্রিকা » সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিত্সা সেবা দেওয়া হবে আগামিকাল![]()
বঙ্গ-নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামীকাল শনিবার দেশের সব সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিত্সা সেবা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঐদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগ খোলা রেখে জনসাধারণকে বিনামূল্যে চিকিত্সা সেবা দিতে বলা হয়েছে।
ঐদিন দুপুর ১২টা থেকে ১টার মধ্যে হাসপাতালগুলোতে ‘শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ সম্পর্কে আলোচনা সভার আয়োজনের জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ১৭ মার্চ সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৩৮:১০ ৬৩৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News