
মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
বাংলা ধারাবাহিক নাটক ‘ভালোবাসা কারে কয়’
Home Page » বিনোদন » বাংলা ধারাবাহিক নাটক ‘ভালোবাসা কারে কয়’বঙ্গ-নিউজঃ অবস্থা সম্পন্ন গৃহস্থ বিপত্নীক জুম্মান আলী ফকির প্রেমে পড়ে তারই বাড়ীতে আশ্রিত যুবতী মালঞ্চের। কিন্তু মালঞ্চ ভালবাসে জুম্মানের বাড়ীতে আশ্রিত যুবক-তোতাকে। এ নিয়ে জুম্মানের সাথে তোতার ঝামেলা বেড়েই চলেছে।
২৯ বার মেট্রিক পরীক্ষা দিয়েও মাসুদ পাশ করতে পারেনি। তাই সবাই তাকে মেট্রিক মাসুদ বলে ডাকে। এবার তার জন্য দুজন গৃহশিক্ষক নিয়োগ করা হয়েছে। একজন সুন্দরী আলেয়া এবং অন্যজন মাষ্টার জালাল। এমনই এক গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটির গল্প।
রুলীন রহমানের রচনা ও পরিচালনায় ‘ভালোবাসা কারে কয়’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন- এটিএম শামসুজ্জামান, মোশাররফ করিম, শম্পা রেজা, শহীদুজ্জামান সেলিম, তানিয়া হোসাইন, বাঁধন, আ খ ম হাসান, অহনা, শ্যামল মওলা, জুঁই করিম, মুকুল সিরাজ, সুজাত শিমুল, মৌরী সেলিম, হাসান ফেরদৌস, আব্দুল হান্নান শেলী, আহসানুল হক মিনু, সেরা জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২:২৭:২১ ৭৭৯ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper