
শুক্রবার, ২৩ মার্চ ২০১৮
বিরাট ও দীপিকার বিজ্ঞাপন আটকে গেল
Home Page » বিনোদন » বিরাট ও দীপিকার বিজ্ঞাপন আটকে গেল
বঙ্গ-নিউজঃ বিরাট কোহলি এবং দিপিকা পাডুকোন তাদের নিজ নিজ রাজ্যের রাজা এবং রানী। একজন রাজত্ব করেন ক্রিকেট মাঠে। অন্যজন রানী বনে গেছেন বলিউডের। ক্রিকেট এবং অভিনেতাদের তারকা খ্যাতির জন্য পণ্যের প্রচারে তাদের আলাদা কদর। আর যদি দুই জায়গার দুই তারকাকে এক করা যায় তাহলে তো কথাই নেই। কিন্তু বিরাট কোহলি এবং দিপিকার একসঙ্গে পর্দা ভাগাভাগি করা হলো না।
ভারতের প্রথম সারির একটি ওয়েবসাইট গোআইবিবোডটকম তাদের একটি বিজ্ঞাপনের জন্য বিরাটের সঙ্গে দীপিকাকে বেছে নিয়েছিল। কিন্তু দুই পক্ষের তারকার কোন আপত্তি না থাকলেও চুক্তির কারণে আটকে গেছে বিজ্ঞাপনের কাজ। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে খেলেন বিরাট কোহলি। চুক্তি অনুযায়ী ভারত দলের এই অধিনায়ক অন্য কোনও তারকার সঙ্গে বিজ্ঞাপন করতে পারবেন না।
আর তাই ওয়েবসাইটটির বিজ্ঞাপনের জন্য তাকে অনুমতি দেননি আরসিবি টিম ম্যানেজমেন্ট। এতে নিজেদের চুক্তির ফাদেঁ পড়ে ১১ কোটি রুপি গচ্চা গেল দলটির।
বাংলাদেশ সময়: ১৮:৫৬:৩৩ ৫৬৬ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News