
বুধবার, ২৮ মার্চ ২০১৮
বাজারে নতুন স্মার্টফোন ‘লাভা আর থ্রি’
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » বাজারে নতুন স্মার্টফোন ‘লাভা আর থ্রি’বঙ্গ-নিউজঃ ফোরজি নেটওয়ার্ক সুবিধার নতুন স্মার্টফোন ‘আর থ্রি’ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে লাভা। সম্প্রতি রাজধানীর গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আর থ্রি’ ফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। লাভার এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান জানান, ব্যবহারকারীদের কথা চিন্তা করে সাশ্রয়ী কিন্তু ভালো মানের স্মার্টফোন তৈরি করে লাভা। নতুন বছরে নতুন স্মার্টফোন হিসেবে এসেছে আর থ্রি। ৫ দশমিক ৭ ইঞ্চি পর্দার স্মার্টফোনটিতে ফুলস্ক্রিন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট আনলক, ৬৪ বিট কোয়াড কোর প্রসেসর, সামনে ৮ মেগাপিক্সেল ও পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৩ জিবি র্যাম, তিন হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৫২:৫০ ৫৮৮ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News