
বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
বিএনপি অন্যদিন চাইলে অবশ্যই সমাবেশের অনুমতি পাবে:স্বরাষ্ট্রমন্ত্রী
Home Page » এক্সক্লুসিভ » বিএনপি অন্যদিন চাইলে অবশ্যই সমাবেশের অনুমতি পাবে:স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গ-নিউজ: আশঙ্কাজনক কোনো তথ্য থাকার করনে বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দীতে ২৯ মার্চ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আশঙ্কাজনক কোনো তথ্য ছিল বলেই সেদিন বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। তবে বিএনপি অন্যদিন চাইলে অবশ্যই সমাবেশের অনুমতি পাবে।
বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা আনসার একাডেমিতে নবগঠিত ৩৮ আনসার ব্যাটালিয়নের ফ্ল্যাগ রেইজিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পুলিশ প্রশাসনের কাছে বিভিন্ন তথ্য-উপাত্ত থাকে। সেগুলো বিশ্লেষণ করে সমাবেশের অনুমতি দেয়া হয়। ২৯ মার্চ হয়তো কোনো অসুবিধা ছিল তাই বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল পাশা হাবীব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার নুরুল আলম, মানিকগঞ্জের জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০:৪৬:৫০ ৪৯৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম