
শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে দগ্ধ হাফিজুরও মারা গেলেন
Home Page » আজকের সকল পত্রিকা » ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে দগ্ধ হাফিজুরও মারা গেলেনবঙ্গ-নিউজঃ ময়মনসিংহের ভালুকায় একটি ছয়তলা ভবনে বিস্ফোরণে দগ্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র হাফিজুর রহমানও (২৪) মারা গেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মারা যান বলে সমকালকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
দগ্ধ হয়ে গত ২৪ মার্চ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন হাফিজুর রহমান। ভালুকার ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মোট তিনজন মারা গেলেন।
বাংলাদেশ সময়: ১০:০৩:১৮ ৬৯৭ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News