
বুধবার, ১১ এপ্রিল ২০১৮
রাজধানীর উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন
Home Page » প্রথমপাতা » রাজধানীর উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন বঙ্গ-নিউজ, লুৎফর রহমান: কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। রাজধানীর উত্তরায় অবস্থিত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনলজির ছাত্ররা আন্দোলনে যোগ দিয়ে আজ বুধবার সকাল ১০ টা থেকে তারা অবস্থান নিয়েছেন উত্তরার ১১ নং সেক্টর, চৌরাস্তা জমজম টাওয়ার এর সামনে।
এছারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফার্মগেটের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। রাজধানীর পান্থপথ, তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোড অবরোধ করেছেন তাঁরা।
বাংলাদেশ সময়: ১১:৩১:৪৪ ৯৬৭ বার পঠিত