
বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
এলোমেলো -তাহেরা মোন্নাফ
Home Page » সাহিত্য » এলোমেলো -তাহেরা মোন্নাফ
অভিমানগুলোও যেন অভিমান করেছে
আর তেমন নানা রঙ্গে সাজেনা।
জানাতে চায়না কোন অনুরাগী সুর
বিরহী অনলে দিবানিশি জ্বলে যায়।
স্তব্ধ হয়ে গেছে গতিময় ভাবনায়
কোন অজুহাতে আর ছুঁয়ে দেবার বায়না খোঁজেনা।
আড়চোখে তাকিয়ে কোন ভাষা জানায় না
নিরবে মনের কালিতে লিখে যায় না বলা কথা।
দুঃখগুলিও দুঃখ পেয়ে ভুলে গেছে কান্না করতে
ভুলে গেছে কবে কে মাথায় হাত রেখেছিল।
কখনো কষ্টের আড়ালে কোন শক্ত বাঁধনে জড়িয়েছিল কিনা
মনে পড়েনা।
বসন্তের মাতাল বাতাসে হয়তো উড়েছিল আঁচল
সেই আঁচলে মুখ লুকিয়ে হেসেছিল হয়তো কেও,
তাও মনে হয় দুঃস্বপ্নের মতো।
ঘুম ভেঙ্গে যেন হারিয়ে গেছে স্বপ্ন।
এমনি করেই কেটে যাচ্ছে দিন
মাস, বছর নিরবে একাকিনী।
রাত,১১.৪০
১১.৪.২০১৮
বনশ্রী
বাংলাদেশ সময়: ১:১১:০৬ ৮০০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #কবিতা