রবিবার, ১৫ এপ্রিল ২০১৮
গাজীপুরের টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫
Home Page » অর্থ ও বানিজ্য » গাজীপুরের টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫![]()
বঙ্গ-নিউজঃ গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
আজ রবিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টঙ্গী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে, নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম আমির ওরফে আবির (৪৪)। তার বাড়ি জামালপুরে। তিনি ঢাকার বেগুনবাড়িতে রিকশা চালাতেন।
এই দুর্ঘটনার কারণে রাজধানীর সঙ্গে কেবল নারায়ণগঞ্জ ছাড়া সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ( এই খবর লেখার সময়)
বাংলাদেশ সময়: ১৬:৩২:৩৪ ৭২৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #টঙ্গি ট্রেন