মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮
ধারাভাষ্যে আসছেন স্মিথ
Home Page » অর্থ ও বানিজ্য » ধারাভাষ্যে আসছেন স্মিথ![]()
বঙ্গ-নিউজঃ এক বছরের জন্য নিষেধাজ্ঞা পেলেও ক্রিকেট যেন ছাড়ছে না স্টিভেন স্মিথকে। বল টেম্পারিং ইস্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছ থেকে সাজা পাওয়া সাবেক এই অধিনায়ককে নিজেদের ধারাভাষ্য প্যানেলে চাইছে ফক্স স্পোর্টস। চ্যানেল সেভেনের সঙ্গে মিলে এই ফক্সই ক’দিন আগে সিএ ’র কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনেছে।
ফক্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক ডিলেনি বলেন, ‘যেকোনো অস্ট্রেলিয়ানের মতো স্মিথের বল টেম্পারিংয়ের ঘটনায় আমি কষ্ট পেয়েছিলাম। কিন্তু সে মন থেকেই ক্ষমা চেয়েছে। এবং শাস্তিও পাচ্ছে।
অস্ট্রেলিয়া এমন একটা জায়গা যেখানে আমরা ভুল করা মানুষদের গ্রহণ করি। একই সঙ্গে দ্বিতীয় সুযোগটা দেই। সেজন্যই আমরা স্মিথকে চাইছি। আর ক্রিকেটটা যে ও ভালো বোঝে সেটা তো ওর শত্রুও স্বীকার করবে।
বাংলাদেশ সময়: ১০:২৮:০৬ ৭০৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #স্টিভেন স্মিথ