
রবিবার, ২২ এপ্রিল ২০১৮
হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩
Home Page » অর্থ ও বানিজ্য » হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩বঙ্গ-নিউজঃ হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। রবিবার বিকেলে লাখাই উপজেলার হাওরে এবং বানিয়াচংয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হাওরে বিকেলে ধান কাটতে যান সুজনপুর গ্রামের নুপুর মিয়া (৪৫) ও আপন মিয়া (৩৫)। বিকেলে কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। অন্য কৃষকরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম।
অপরদিকে বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের মঈন উদ্দিন (৮) বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।
বাংলাদেশ সময়: ২০:৩২:৫৭ ৬৮৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #বজ্রপাত