
বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
২৮ এপ্রিল কলকাতার রবীন্দ্রভবনে ‘ অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা’ -নিবেদনে বাগুইআটি নৃত্যাঙ্গন
Home Page » আজকের সকল পত্রিকা » ২৮ এপ্রিল কলকাতার রবীন্দ্রভবনে ‘ অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা’ -নিবেদনে বাগুইআটি নৃত্যাঙ্গন
কলকাতা প্রতিনিধি, বঙ্গ-নিউজঃ আগামী ২৮শে এপ্রিল শনিবার বিকাল ৫ টায় রবীন্দ্রভবন দমদমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ” অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা”। জমজমাট এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে বাগুইআটি নৃত্যাঙ্গন। ২৩তম বর্ষ উদযাপন করতে বাগুইআটি নৃত্যাঙ্গন এত বড় আয়োজন করেছে। অনুষ্ঠানটি যারা আলোকময় করবেন তাঁদের মধ্যে বিশেষভাবে রয়েছেন অলকানন্দা রায়, লীনা গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, মধুমিতা বসু, মনোজ মুরলী নায়ার, সুব্রত মুখার্জি। অনুষ্ঠানের পৌরহিত্য করবেন প্রবীণ সাংবাদিক রথীন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসাবে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন বঙ্গ-নিউজ এবার যুক্ত হয়েছে।
পুরোদমে চলছে এই অনুষ্ঠানের মহড়া। অনুষ্ঠানের সব খবর পেতে ও দেখতে বঙ্গ-নিউজের সঙ্গে থাকুন। www.bongo-news.com
বাংলাদেশ সময়: ১৫:৪৩:১৩ ১৫৬৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #বাগুইআটি নৃত্যাঙ্গন