
বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
বিডিজবসের প্রধান নির্বাহী একেএম ফাহিম মাসরুর আটক
Home Page » অর্থ ও বানিজ্য » বিডিজবসের প্রধান নির্বাহী একেএম ফাহিম মাসরুর আটকবঙ্গ-নিউজঃ চাকরি খোঁজার শীর্ষস্থানীয় ওয়েবসাইট বিডিজবসের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা একেএম ফাহিম মাসরুরকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিডিজবসের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল আলম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুকে প্রধানমন্ত্রী ও সরকারকে বিদ্রুপ করার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
ফাহিম মাসরুর বিডিজবস ও ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের প্রধান নির্বাহী। এছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সাবেক সভাপতি তিনি।
সুত্রঃ সমকাল
বাংলাদেশ সময়: ১৭:৫৩:৪০ ৭২৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bdjobs #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #একেএম ফাহিম মাসরুর