শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
ভাঙ্গায় ব্যবসায়ীর চীর কুটসহ লাশ উদ্ধার
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ব্যবসায়ীর চীর কুটসহ লাশ উদ্ধার![]()
এস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার সকালে পৌর সদরের নওপাড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন বাজার থেকে নওপাড়া গ্রামের মির্জা শহিদুল ইসলামের পুত্র মির্জা মঈনুল ইসলাম প্রান্তর (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় ব্যবসায়ীক কার্যক্রম শেষে দোকানের ভেতরেই ঘুমায় মুদি ব্যবসায়ী প্রান্ত। শুক্রবার সকালে পরিবারের লোকজন ও স্থানীয় দোকানদারগণ অনেক ডাকাডাকির পরেও দোকান ঘর না খোলায় পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌছে দোকানের ভেতর থেকে তার মৃত দেহ উদ্ধার করে। লাশের পাশ হতে একটি চীর কুট লেখাও উদ্ধার করা হয়। চীর কুটটিতে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, লাশটি তার চাচার কবরের পাশে দাফন সহ মোবাইল ফোনটি ছোট বোন স্বর্ণাকে দিয়ে দেওয়ার কথা লেখা রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। অত্যন্ত নিরীহ প্রান্তর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৭:১৯:২৪ ১৯৯৪ বার পঠিত #ভাঙ্গায় ব্যবসায়ীর চীর কুটসহ লাশ উদ্ধার