
শনিবার, ১৯ মে ২০১৮
কবিতার বাজার :- রনজিত চাঙমা (১৮/৫/২০১৮ইং)
Home Page » বিনোদন » কবিতার বাজার :- রনজিত চাঙমা (১৮/৫/২০১৮ইং)
বঙ্গ-নিউজ:
কবিতার বাজার :- রনজিত চাকমা
কবিতার বাজারে গেলাম একদিন
ঝুঁড়ি হাতে সামান্য কবিতা নিয়ে,
নেই ক্রেতা রৌদ্রে দাঁড়িয়ে ছিলাম অনেক্ষণ
- সন্ধ্যে বেলায় এলাম ফিরে সেদিন বিষন্ন বদনে।
আমার দু’ চোখে ভেসে উঠলো সেদিন মুহুর্তে
কত অন্যায় অবিচারের করুন স্মৃতি,,
জুমিয়ারা আসতো দুর পাহাড় হতে পায়ে হেঁটে-ক্ষেতের
ফসল বিক্রয়ে বাজারে,দেখেছি দুর্গতি।
কেউ ন্যায্য দামে কিনে না এক যুক্তি তাদের
ধৈর্য ধরো,এত দুরে বাড়ীতে ফেরত কে নেবে?
বেলা গড়িয়ে যায় উৎকন্ঠা বাড়ে জুমিয়াদের
যেতে হবে অনেক দুর ঐ কালো পাহাড়ে।
কি নির্মম ফন্দিতে যুগ যুগ ধরে অসহায় তারা
অন্যায় শোষনের শিকার,এসব কেউ দেখে না,
বরঞ্চ তাদের অর্ধ উলঙ্গ শরীর তৃপ্তিতে দেখে
অন্য়ায্যতায় তাদের বিবেক জাগ্রত হয় না।
আজকাল কবিতার বাজারও নিম্নমুখী
পাঠক সমাজ দিন দিন তলানিতে,
তবুও লিখে যাই অন্যায় অসঙ্গতি দেখে নীরবে
নিজের পরিশুদ্ধতায় বিবেকের তাগিদে।
আমার সৃজিত পণ্য ভাল কি মন্দ তাও জানি না
জানার চেষ্টাও করিনি কোন দিন,
বুকে রেখেছি আশা জাগিয়ে কবিতা ভালবেসে
কবিতার কদর বাড়বে নিশ্চয়ই একদিন। ★★★★★
বাংলাদেশ সময়: ৮:৪৬:৫৪ ৯২৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম