শনিবার, ১৯ মে ২০১৮
আফগানিস্তানের ক্রিকেট স্টেডিয়ামে রকেট হামলা, নিহত অন্তত ৮ জন
Home Page » ক্রিকেট » আফগানিস্তানের ক্রিকেট স্টেডিয়ামে রকেট হামলা, নিহত অন্তত ৮ জন
বঙ্গ-নিউজ: আফগানিস্তানের জালালাবাদ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ রকেট হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৮ মে) রাতে চালানো হামলায় আরও ৪৩ জন আহত হয়েছেন।
কাউন্সিলর সোহরাব সাংবাদিকদের জানান, জালালাবাদের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই ফুটবল মাঠে রমজানে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উগ্রবাদীরা এ হামলা করে থাকতে পারে।
তিনি আরও বলেন, হামলাকারীরা প্রথমে রকেট লাঞ্চারের মাধ্যমে পরপর দুটি বোমা ছোড়ে স্টেডিয়ামটিতে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন ওই প্রাদেশিক কাউন্সিলর।
প্রত্যক্ষদর্শী খেলোয়াড় জানান, পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে স্টেডিয়ামে। এতে ঘটনাস্থলেই আটজন মারা যান এবং ৪৩ জন আহত হন। তবে এখন পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি।
বাংলাদেশ সময়: ১১:০৩:০৫ ৭৩৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #রকেট হামলা #শিরোনাম