
বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
তুমি কে গো? - মাফরূহা বেগম
Home Page » সাহিত্য » তুমি কে গো? - মাফরূহা বেগমতুমি কে গো,আজ এই পড়ন্ত বেলায়
একমুঠো বর্নিল রোদ ছড়ালে আঙিনায়
দুচোখ ভরে দিলে স্বপ্নের রঙিন ছোয়ায়
রাত্রি বুঝি জাগিয়ে দিলে আলোকের অমল জোসনায়
বুকের গহীনে জাগে উত্তাল ঢেউয়ের উচ্ছাস
দুচোখ জাগিয়ে রাখে তবুওতো
মেটেনাতো আশ।
তুমি কে গো, মায়া মরিচীকা
নাকি কূহেলিকা
কোন দূরাগত আগন্তক তুমি
অচেনা,অদেখা্
ছিলে কোন দূরদ্বীপে এতদিনে
এলে তুমি তাই
স্নাত হই প্রতিখনে অফুরন্ত আলোর ধারায়
বুকের ভিতরে শুনি ছলছল জলের উচ্ছাস
বাতাসে জাগে শুধু নানা সূর
নানা কলরব
এলে তুমি কোন এক
সুরহারা,ছন্দহারা দিনে
দাড়ালে সন্মুখে মোর যেন
নিতে পারি চিনে।কনক প্রদীপখানি জ্বেলে দিতে
মোর আঙিনায়
সে আলোয় আধারের মাঝে
সমুখের পথ খুজে পাই।
লতোমারে চিনেছি আমি এইকথা
বলে মোর মন
তুমি যে চিরদিনের চেনা মোর
আজন্ম স্বজন।
বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪৩ ১৩৫১ বার পঠিত #bangla news #bd news #breaking news #daily online news #hot news #mafruha begum #কবিতা