 
    শুক্রবার, ২৫ মে ২০১৮
এক প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা চোপড়া- `আমি যখন প্রধানমন্ত্রী হব, তখন দেখবেন’
Home Page » জাতীয় » এক প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা চোপড়া- `আমি যখন প্রধানমন্ত্রী হব, তখন দেখবেন’
  বঙ্গ-নিউজ: শরণার্থী শিবিরে ঝুঁকির মুখে থাকা রোহিঙ্গা শিশু ও নারীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
  বঙ্গ-নিউজ: শরণার্থী শিবিরে ঝুঁকির মুখে থাকা রোহিঙ্গা শিশু ও নারীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পগুলোয় ঘুরে এসে বৃহস্পতিবার (২৪ মে) রাজধানীর একটি হোটেল এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
শিশুদের চিত্রকর্ম দেখার কথা জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, তারা দেখেছে মাথার ওপরে রকেট লঞ্চার, পায়ের তলায় মাইন। তারা সেটা মনে রেখেছে এবং এঁকেছে। কেউ অল্প কিছু সাহায্য করলে এক শিশুর কয়েক দিনের খোরাক হয়ে যায়।
সীমান্ত উন্মুক্ত করে দেয়ায় বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছে, তাদের প্রতি মানবিকতার জন্য। যে মানবিকতা সারা বিশ্বের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।
মিয়ানমারের অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করলে প্রিয়াঙ্কা বলেন, এটা রাজনৈতিক সমস্যা। এ নিয়ে আমাদের উত্তর নেই। কিন্তু মানবিক বিষয়ে আমার বলার আছে।
তিনি আরও বলেন, আমি যখন রাজনীতিবিদ হব, তখন সব করব। এ মুহূর্তে আমি ইউনিসেফের শুভেচ্ছা দূত। কিন্তু আমি যখন প্রধানমন্ত্রী হব, তখন দেখবেন!
সংবাদ সম্মেলনে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি সীমা সেন গুপ্ত, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস চিফ জ্যঁ জ্যাক সিমনও বক্তব্য দেন।
গত চার দিনে তিনি উখিয়া ও টেকনাফের ১০টি শরণার্থী ক্যাম্প এবং সীমান্তের কাছের রোহিঙ্গা আগমনের ট্রানজিট পয়েন্ট ঘুরে দেখেন তিনি।
বাংলাদেশ সময়: ৮:২৮:৪৭ ১০৮৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম