
বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
আমি তোমারই- মালিনী চৌধুরী
Home Page » আজকের সকল পত্রিকা » আমি তোমারই- মালিনী চৌধুরী
একটা রামধনু সকাল এঁকে দিলে
আমার মনের আকাশে
ঢেলে দিলে ভালোবাসার রং উপুড় করে
কখনো আদরে কখনো অনাদরে
জমাট বাঁধা অভিমানী মেঘ
ঝরে পড়লো বৃষ্টি হয়ে
ভিজিয়ে দিলো মনের আনাচ কানাচ
কালের উজান পথ বেয়ে
স্মৃতির ভিড়ে পরে থাকা দিনগুলো
জেগে উঠলো এক লহমায়
কিছুটা দীর্ঘশ্বাস ,কিছুটা ভালোলাগা
মিলেমিশে ছড়িয়ে পড়লো
এক গভীর আত্মনিবেদনে
মুখরিত হোলো বাতাস
আমি তোমারই …..
মালিনী
বাংলাদেশ সময়: ১১:৪২:১৬ ৯৮৭ বার পঠিত #bangla news #bd news #breaking news #daily online news #hot news #malinichowdhury #আমি তোমারই- মালিনী চৌধুরী #মালিনী চৌধুরী