বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
ভালোবাসা শুধু -মাফরূহা বেগম
Home Page » সাহিত্য » ভালোবাসা শুধু -মাফরূহা বেগম 
ভালোবাসা শুধু গল্পে ও গানে
সেতো নেই কভূ জীবনে,
খুজে তারে কেউ পায়নি কখনো
সে হয়েছে জয়ী মরনে।
‘ লাইলী-মজনু ‘ প্রেম কাহিনীতে
শুধু চাওয়া নেই পাওয়া
আমরণ শুধু স্বপ্ন সাজিয়ে
আশাতরী বেয়ে যাওয়া,
ভালোবেসে তারা হয়েছে অমর
রয়ে গেছে শুধু স্মরনে।
কালকের ফুল হয়ে গেছে বাসি
এযে শুধু মিছে মায়া,
ভালোলাগাটাই সত্যি বুঝিবা
কায়া নেই আছে ছায়া,
তাই সেতো কারো জীবনে নেইতো
রয়েছে মরন বরনে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:০৪ ১৫৭৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #bongobondhu satellite -1 #breaking news #love #poem of love #World News