
শনিবার, ১৬ জুন ২০১৮
হোসে মারিয়া গিমেনেসের শেষ মুহুর্তের গোলে মিশরকে হারাল উরুগুয়ে
Home Page » প্রথমপাতা » হোসে মারিয়া গিমেনেসের শেষ মুহুর্তের গোলে মিশরকে হারাল উরুগুয়ে
বঙ্গ-নিউজ: হোসে মারিয়া গিমেনেসের গোলে মিশরকে ১-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। ৮৮ মিনিট পর্যন্ত উরুগুয়েকে গোলবঞ্চিত রাখতে পারলেও ৮৯ মিনিটে গোল খেয়ে বসে মোহাম্মদ সালাহবিহীন মিশর।
প্রথমার্ধে দুই দল প্রায় সমান সমান লড়েছে। দ্বিতীয়ার্ধে এসে কিছুটা এগিয়ে যায় উরুগুয়ে। মুহুর্মূহু আক্রমণেল পরও অবশ্য গোলের দেখা পাচ্ছিল না অস্কার তাবারেজের দল।
শেষ সময়ে এসে ফিরেছে তাদের ভাগ্য। হোসে গিমেজেনের একমাত্র গোলে সালাহবিহীন মিসরকে ১-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৭০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল তারা।
শেষ বাঁশি বাজার একটু আগে (৯০তম মিনিটে) কার্লোস সানচেজের ফ্রি-কিক থেকে বল পেয়ে দারুণ হেডে গোল করে দেন হোসে গিমেনেজ (১-০)। আর নিজেদের এই একমাত্র গোলেই সালাহ বিহীন মিশরকে হারায় দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ৬:০৯:০৫ ৫৩০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম