
রবিবার, ২৪ জুন ২০১৮
সমাবেশে বোমা হামলা, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী
Home Page » এক্সক্লুসিভ » সমাবেশে বোমা হামলা, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী
বঙ্গ-নিউজ: অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী আবিয়া আহমেদ। শনিবার (২৩ জুন) ইথিয়োপিয়ার রাজধানী শহরের মেস্কেলে স্কোয়্যারে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। এ সময় সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। প্রধানমন্ত্রীকে দ্রুত ওই স্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ খবর দিয়েছে বিসিবি।
ওই জনসভায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় ইথিয়োপিয়ার আদিস আবাবা এলাকা দিয়ে একটি র্যালি আসছিল। সেই র্যালিতে বোমা হামলার ঘটনা ঘটে।
টেলিভিশনে দেওয়া ভাষণে আবিয়া বলেছেন, বোমা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন প্রাণ হারিয়েছেন। গত এপ্রিলে ক্ষমতায় আসা প্রাক্তন সেনা সদস্য আবিয়া ক্ষমতায় আসেন। এরপর থেকেই তিনি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক রদবদল শুরু করেন। শনিবার আবিয়ার সমর্থনেই রাজধানীর মেসকেল স্কয়ারে র্যালিটি বের করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ৮:৩৯:৩৮ ৬১৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম