
শুক্রবার, ২৯ জুন ২০১৮
জাজিরা প্রান্তে নেওয়া হয়েছে পদ্মা সেতুর পঞ্চম স্প্যান, বসছে আজ
Home Page » অর্থ ও বানিজ্য » জাজিরা প্রান্তে নেওয়া হয়েছে পদ্মা সেতুর পঞ্চম স্প্যান, বসছে আজ
বঙ্গ-নিউজ: পদ্মা সেতুতে পঞ্চম স্প্যান বসছে আজ। ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর এ স্প্যানটি বসবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এটি বসানো হলে পদ্মা সেতুর ৭৫০ মিটার দৃশ্যমান হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতিমধ্যে স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তে নেওয়া হয়েছে। সেখানেই বসানো হবে স্প্যানটি।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। পরে ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসানো হয় দ্বিতীয় স্প্যান। গত ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর বসে তৃতীয় স্প্যান। সর্বশেষ গত ১৩ মে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান বসানো হয়।
বাংলাদেশ সময়: ৮:৪৮:০৩ ৫২৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম