
মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
শ্বাসরুদ্ধকর ম্যাচে অনেক নাটকিয়তায় শেষ আটে বেলজিয়াম
Home Page » জাতীয় » শ্বাসরুদ্ধকর ম্যাচে অনেক নাটকিয়তায় শেষ আটে বেলজিয়াম
বঙ্গ-নিউজ: মধ্যরাতে জাপান বনাম বেলজিয়ামের ম্যাচটি দেখেছে তাদের কিছুটা হলেও ব্লাড প্রেসার একটু বেরেই গিয়েছিল। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে অনেক নাটকিয়তা হয়েছে। প্রথমার্ধে গোল শূণ্য থাকে। দ্বীতিয়ার্ধে জাপান দুই গোল দিয়ে ম্যাচে এগিয়ে যায়। তখনওকি জাপান ভেবেছিল ২-০ গোলে এগিয়ে থেকে পরাজয়ের স্বাধ গ্রহন করতে হবে। কিন্তু নাটকিয়তা তখনও অনেক বাকি ছিল।
ম্যাচের ৬৯ মিনিটে হেড থেকে করা ডিফেন্ডার ইয়ান ভেট্রোনঘেনের গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে বেলজিয়াম। এরপর ৭৪ মিনিটে ভেট্রোনঘেনের হেড থেকে জাপানের ডি বক্সের জটলায় থাকা মিডফিল্ডার ম্যানইউ তারকা মারুয়ানে ফেল্লাইনির দারুণ হেডে পাওয়া গোলে ২-২ গোলের সমতায় ফিরে বেলজিয়াম।
এর পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। মাত্র ৩০ সেকেন্ড বাকি থাকতে তৃতীয়বারের মত বল জড়িয়ে দিলো বেলজিয়ামের জালে। আর তাতেই জয়ের আনন্দে ভাসে তারা।
শেষ মুহূর্তের ওই গোলেই ৩-২ ব্যবধানে জাপানকে হারিয়ে শেষ আটে নাম লেখালো বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ ব্রাজিল।
কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুলাই দিবাগত রাত ১২টায় সোচি স্টেডিয়ামে শুরু হবে।
জাপান একাদশ : এইকাওয়াশিমা, জেন শোজি, ইয়ুতো নাগাতোমো, গাকু শিবাসাকি, গেংকি হারাগুচি, শিনজি কাগাওয়া, তাকাশি ইনুয়ি, ইয়ুইয়া ওসাকো, মাকোতো হাসিবে, তোতোকু সাকাই, মায়া ইয়োশিদা।
বেলজিয়াম একাদশ : থিবাউ কুরতোয়া, টোবি আল্ডারভাইরেল্ড, ভিনসেন্ত কোমপানি, ইয়ান ভেট্রোনঘেন, আক্সেল ভিটসেল, কেভিন দে ব্রুইনি, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড, ইয়ান্নিক কারাসকো, ড্রেইস মার্টেন্স, থমাস মুনিয়ের।
বাংলাদেশ সময়: ৮:১৪:৪৫ ৮৪১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম