রবিবার, ৮ জুলাই ২০১৮
নারী বিশ্বকাপ ২০১৮ আসরে দুর্দান্ত জয় দিয়ে শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের
Home Page » ক্রিকেট » নারী বিশ্বকাপ ২০১৮ আসরে দুর্দান্ত জয় দিয়ে শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের
বঙ্গ-নিউজ: নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০১৮ আসরের বাছাইপর্ব দুর্দান্ত জয়ে শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ ‘এ’ তে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে বোলারদের পর ব্যাটারদের দৃঢ়তায় ৮ উইকেটের বড় জয়ের স্বাদ পেয়েছে।
শনিবার নেদারল্যান্ডে বাছাই পর্বের খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী ক্রিকেটে অভিষেক হয় পাপুয়া নিউগিনির। এদিন টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে সালমাদের নিয়ন্ত্রণ বোলিংয়ের সামনে ৮৪ রানেই গুটিয়ে যায় ক্রিকেটের এই নবাগত দলটি। বাংলাদেশের হয়ে ১৫ রানে দুই উইকেট নেন পান্না ঘোষ। এছাড়া একটি করে উইকেট নেন জাহানারা, সালমা, ফাহিমা ও রুমানা।
টার্গেট তাড়া করতে নেমে ১৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের জয়ে ৩৫ ও ১৫ রান করে ফেরেন দুই ওপেনার শামিমা সুলতানা ও আয়শা রহমান। ১৭ ও ১১ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ফারজানা হক ও নিগার সুলতানা।
বাংলাদেশ সময়: ৮:১৯:৩৬ ৯৪৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম