
রবিবার, ৮ জুলাই ২০১৮
জাকাররবার্গ এখন শীর্ষ ধনীর তালিকায় তৃতীয়
Home Page » এক্সক্লুসিভ » জাকাররবার্গ এখন শীর্ষ ধনীর তালিকায় তৃতীয়
বঙ্গ-নিউজ: বিশ্বের শীর্ষ ধনীদের তৃতীয় স্থানে রয়েছেন জাকাররবার্গ। ফেসবুকের প্রতিষ্টাতা মার্ক জাকারবার্গের মুকুটে রাই যুক্ত হল আরও একটি নতুন পালক। তার সামনে এখন বার্কশায়ার হ্যাথওয়ের সিইও ওয়ারেন বাফেট ও মাইক্রোসফটের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস।
সেই তালিকা তৈরি করেছে ব্লুমবার্গ। এই প্রথম টেকনোলজি দুনিয়া থেকে প্রথম তিনজন ধনীদের তালিকায় স্থান পেলেন। মাত্র ২৩ বছর বয়সে একশ কোটি টাকার মালিক হয়েছিলেন জুকেরবার্গ। এবার ৩৪ বছরে তার সম্পত্তির পরিমাণ গিয়ে দাঁড়াল ৫.৫ লাখ কোটি টাকা।
ফরচুন ম্যাগাজিনের একটি রিপোর্ট অনুযায়ী দুনিয়াজুড়ে বিনিয়োগকারীরা এখন ফেসবুকের দিকে ঝুঁকছেন। দেখা যাচ্ছে ডেটা ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ সত্বেও ফেসবুকের শেয়ার সম্প্রতি ২.৪ শতাংশ বেড়েছে। ২০১২ সালে বাজারে আসার পর ফেসবুকের স্টক ৪০০ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ সময়: ৯:৪৫:২৩ ৫৫৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম