শুক্রবার, ২০ জুলাই ২০১৮
চট্টগ্রামে র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
Home Page » প্রথমপাতা » চট্টগ্রামে র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বঙ্গ-নিউজঃ চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মহানগরের খুলশি থানার মতিঝরনা এলাকায় এ ঘটনা ঘটে বলে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিনতানুর রহমান নিশ্চিত করেছেন।
র্যাব বলছে, নিহত দুইজন মাদক ব্যবসায়ী। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ে যাওয়ার পথে একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেন টহলরত র্যাব সদস্যরা। গাড়িটি না থামিয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
পরে দুইজনের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ৮৫ কেজি গাঁজা, একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৩৪:৪১ ৬১২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম