
রবিবার, ২২ জুলাই ২০১৮
ভাবের ব্যঞ্জন -রূপকথা
Home Page » সাহিত্য » ভাবের ব্যঞ্জন -রূপকথা
আাসলাম ভবে,যাবো কবে
জানা আছে কি ভাই?
জানা অজানার ভেদ রহস্যের
কূল কিনারা না পাই।
জেনে তুমি মানো না সাঁই
তোমার মত জ্ঞান পাপী ভবে নাই।
না জেনে করলে সাধন
সাঁইজি খুশি হয়।
অসীমের অতল সাগরে
ডুব দিও তুমি ভাই -
খুজে পাবে মানিক্য রতন
জীবনে হবে পূন্য সাধন।
অগতির গতি জগৎপতি
সর্বত্র বিরাজমান।
কী কাজে খুশি করেছো তাকে
ওহে পাপীষ্ট নরাধম।
পাইলে সাঁইজির দেখা
রুদ্ধ করে যাবে না রাখা।
পূন্য আলোর বর্নিল ছটায়
তোমার হৃদয় হবে যে কীর্তি ময়।
বাংলাদেশ সময়: ২১:৪৮:৫২ ৭২২ বার পঠিত #ভাবের ব্যঞ্জন #রূপকথা