
শুক্রবার, ১০ আগস্ট ২০১৮
বাংলাদেশী কিশোরী ফুটবল দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশী কিশোরী ফুটবল দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দনবঙ্গ-নিউজঃ সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের সূচনালগ্নে পাকিস্তানকে ১৪-০ ব্যবধানে হারানো বাংলাদেশের কিশোরী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।
খেলার প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ৬০ মিনিটের মধ্যেই ব্যবধানটা বেড়ে হয়ে যায় ১২-০। এরপরও বাংলাদেশ গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে তাড়াহুরো করতে গিয়ে দূয়রপাল্লার শট নিয়ে সেসব সুযোগ মিস করে বাংলাদেশের কিশোরীরা।
বাংলাদেশের পক্ষে শামসুন্নাহার ৫টি, তহুরা খাতুন, সাজেদা খাতুন ও আনাই মোগিনি দুটি করে গোল করে। মনিকা চাকমা, মারিয়া মাণ্ডা ও আঁখি খাতুন করে একটি করে গোল।
বাংলাদেশ সময়: ২:০৮:৪৭ ৭৩৭ বার পঠিত #প্রধানমন্ত্রীর অভিনন্দন #বাংলাদেশী কিশোরী ফুটবল দল